প্রাণনাশের হুমকির অভিযোগ শিক্ষাবিদ তথা উদ্যোক্তাকে। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।

0
390

জলপাইগুড়ি, ফেব্রুয়ারি ১৭:- প্রাণনাশের হুমকির অভিযোগ শিক্ষাবিদ তথা উদ্যোক্তাকে। অভিযোগ অস্বীকার অভিযুক্তের। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়ে থানার দ্বারস্থ হলেন জলপাইগুড়ির শিক্ষাবিদ তথা উদ্যোক্তা শতদ্রু রায়। শতদ্রু বাবুর পূর্ব পরিচিত এবং সহকর্মী পান্ডা পাড়া এলাকার জনৈক শৈবাল গুহ তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এই মর্মে বুধবার শৈবাল গুহের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী শতদ্রু রায় বলেন, মঙ্গলবার কদমতলা এলাকায় একটি শপিং মলের সামনে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন শৈবাল বাবু। পাশাপাশি তার ছোট ছোট বাচ্চা দুটোকেও দেখে নেওয়ার হুমকি দেন তিনি বলে অভিযোগ। কিন্তু কি কারণে এমন শৈবাল গুহ করলেন তা তিনি বুঝতে পারছেন না বলে জানান। এর পাশাপাশি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন শৈবাল গুহ। তিনি জানান, ওই দিন এমন কোনো ঘটনাই ঘটেনি। শতদ্রু বাবুর সাথে দীর্ঘদিন থেকে কথা হয় না বলেও দাবি তার। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন যে তিনি কাউকে প্রাণনাশের হুমকি দিতে পারেন। সেইদিন ওই সময় আরেকজনের সাথে মোবাইল ফোনে তর্কে জড়িয়ে ছিলেন মাত্র। শতদ্রু বাবু যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আগামীতে এর বিরুদ্ধে তিনিও আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শৈবাল বাবু। সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here