বিএসএফের সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়

0
470

বিএসএফের  সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে রায়গঞ্জ বিভাগের ডিআইজি সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর: সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সমাজসেবা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার ভাদ্রা সীমান্তবর্তী এলাকার১৭৪নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে বিএসএফ জওয়ানদের  তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে স্থানীয় তিনটি স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি

খেলাধুলার সামগ্রী বিলি করা হয়।এবং এলাকার মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করতে আসা গ্রামবাসীদের বিনা মূল্যে ওষুধ পত্র বিলি করা হয়।যেখানে ব্যাটেলিয়নের রায়গঞ্জ বিভাগের ডি আই জি শ্রীবাসতাভা,কোম্পানির ব্যাটেলিয়ন 2আইসি ধারাম পাল স্মিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। রায়গঞ্জ

বিভাগের১৭৪ব্যাটেলিয়নের ডি আই জি শ্রীবাসতাভা     জানিয়েছেন বি এস এফের সঙ্গে গ্রামবাসীদের সুসম্পর্ক গড়ে তুলতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে ।যা আগামী দিনেও করা হবে। বিএসএফের এমন সহযোগিতা পাওয়ার পরে স্থানীয় স্কুলের মাষ্টার নিরঞ্জন রায় জানিয়েছেন এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ জানাই বিএসএফ কর্তৃপক্ষকে।বিএসএফের ডিআইজি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here