ফাটল ধরেছে জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির মূল সিংহদুয়ারটিতে

0
298

জলপাইগুড়ি, ফেব্রুয়ারী ১৩:- নজর রাখব এই মুহুর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। ফাটল ধরেছে জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির মূল সিংহদুয়ারটিতে! ওপরে জন্মেছে গাছ। এমনকি উপরের মাঝের অংশ কিছুটা বেকে গিয়েছে! তবে আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও ভালো করে নজর দিলেই বিষয়গুলি পরিষ্কার বোঝা যায়। অনেকে মনে করেন, রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে এমনটা হয়ে থাকতে পারে। কয়েক বছর আগে ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল সিংহদুয়ারের। পরে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সংস্কার করা হয়েছিল সিংহদুয়ারটি।উল্লেখ্য, লোহার কোনো প্রকার ব্যবহার ছাড়া শুধুমাত্র চুন ও সুড়কি দিয়ে তৈরি করা হয়েছে ঐতিহাসিক নিদর্শনটি। ইতিহাসবিদরা বলেন, ১৮৯০ সালে জলপাইগুড়িতে রাজবাড়ি তৈরি হয়। রাজা পঞ্চম জর্জের সময় দিল্লিতে তিনটি দরবার বসেছিল।

আর সেই দরবার বসানোর সময় তৈরি জলপাইগুড়ির সিংহদুয়ার। ঐতিহাসিক এই নিদর্শনটির এ অবস্থায় স্বাভাবিকভাবেই চিন্তা প্রকাশ করেছেন শহরের বিশিষ্টজনেরা। বিশিষ্ট সাহিত্যিক তথা গবেষক উমেশ শর্মা জানিয়েছেন, ১০০ বছরেরও প্রাচীন এই সিংহদুয়ারের ঐতিহ্য রয়েছে যথেষ্ট। ১৯১৪ সালে প্রসন্নদেব রায়কত সাবালক হয়ে যখন সিংহাসনে বসেন, তখনই এই সিংহদুয়ার তৈরি হয়েছিল, ঐতিহাসিক সিংহদুয়ারটি আমাদের সকলের রক্ষা এবং সংরক্ষণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এটি কোনো লোহার ব্যবহার ছাড়াই চুন-সুরকির ঢালাই দিয়ে তৈরি হয়েছে। তাই এর সংস্কার করা খুবই প্রয়োজন বলে জানান সাহিত্যিক উমেশ শর্মা। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী জানান, এটা ফাটল নয়, কিছুটা প্লাস্টার ক্র্যাক হয়েছে। বিষয়গুলি তারা নজরে রেখেছেন এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here