স্থানিয় শিল্পীদের প্রতিভা তুলে ধরতে তিনদিন ব্যাপী বালুরঘাটে শুরু হল বাংলা মোদের গর্ব

0
523

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫–––  রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে বালুরঘাটে শুরু হল ‘বাংলা মোদের গর্ব’। আগামী দুই দিন ব্যাপী বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত চলেবে এই অনুষ্ঠান । শুক্রবার শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । বালুরঘাট হাই স্কুল মাঠে ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা শাসক নিখিল নির্মল এবং জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । অনুস্থানে হস্ত শিল্প, পর্যটন ও জেলার সংস্কৃতিকে তুলে ধরা হবে। জেলার হস্তশিল্পীদের নিজস্ব স্টলের পাশাপাশি পর্যটন দফতর সহ বিভিন্ন সরকারী দপ্তরের স্টল থাকবে মেলায় । সভাধিপতি জানিয়েছেন, “সবসময় হস্ত শিল্পীদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে ‘বাংলা মোদের গর্ব’ শুরু হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার প্রখ্যাত শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন”।***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here