নারী সুরক্ষা সহ ৫ দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন কর্মসূচি এবিভিপির

0
486

নারী সুরক্ষা সহ ৫ দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন কর্মসূচি এবিভিপির, জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ছাত্রদের।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ জানুয়ারী—  নারী সুরক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থান সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলো এবিভিপি। বুধবার বালুরঘাট শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান সংগঠনের কর্মী সমর্থকরা। তবে জেলাশাসক না থাকায় প্রতিবাদে তার দপ্তরের সামনে জনবহুল রাস্তার উপরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন ডেপুটেশন দিতে আসা কর্মীসমর্থকরা।  বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
  এবিভিপির দক্ষিণ দিনাজপুর জেলা সংযোজক  রাহুল মিশ্র জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তার জন্য সেন্সেটিভ এলাকায় সিসিটিভি বসানো সহ বেকারদের কর্মসংস্থান প্রভৃতি দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। তবে তিনি দপ্তরে না থেকে তাদের দাবি-দাওয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যার প্রতিবাদে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here