পুলিশের বড়সড় সাফল্য উত্তর দিনাজপুরে

0
958

উত্তর দিনাজপুর:—পুলিশের বড়সড় সাফল্য উত্তর দিনাজপুরে। ১৪ লক্ষ টাকা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল করনদিঘী থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাফ সিরাপ ও নগদ ১৪ লক্ষ ৪৩ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ধৃতদের কাছে থাকা একটি প্রাইভেট গাড়িও। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে করনদিঘী থানার টুঙিদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃত পাচারকারীদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে করনদিঘী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে করনদিঘী থানার পুলিশ টুঙিদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট গাড়ি আটকায়। গাড়ি থেকে দুজন মাদক পাচারকারী ও ফেন্সিডিল কাফ সিরাপ ও প্রচুর নগদ টাকা উদ্ধার করে পুলিশ। গাড়িতে একজন মহিলা থাকলেও সেই মহিলা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতরা হল রবিউল ইসলাম ও মোবারক শেখ। রবিউলের বাড়ি করনদিঘী থানার কামারতোর এলাকায় এবং মোবারক শেখের বাড়ি মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। অভিযোগ দীর্ঘদিন ধরে এই দুজন পাচারকারী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের কাজে যুক্ত ছিল। ধৃতদের কাছে থাকা প্রাইভেট গাড়ি থেকে ১০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাফ সিরাপ ও নগদ ১৪ লক্ষ ৪৩ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ আদালতে তোলার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here