অভিষেকের সভা নিয়ে গ্রুপ বাজির অভিযোগ গঙ্গারামপুরে

0
1111

অভিষেকের সভা নিয়ে গ্রুপ বাজির অভিযোগ গঙ্গারামপুরে, গৌতম ঘনিষ্ঠ জেলা নেতার হুঁশিয়ারির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ জানুয়ারী— জেলা সভাপতির অনুগামী নয়, এমন নেতাকর্মীদের অভিষেক ব্যানার্জ্জীর সভায় যাওয়া নিয়ে প্রকাশ্য হুঁশিয়ারি গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতার। আগামী ৭ই জানুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা রয়েছে অভিষেক ব্যানার্জীর। যেখানে জেলা সভাপতি গৌতম দাসের অনুগামী নয়, এমন কোনো নেতাকর্মী ওই সভায় যেতে পারবেন না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুবোধ দাস। যিনি দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূলের সম্পাদক পদেও রয়েছেন। একজন জেলা পদাধিকারী নেতার এমন হুশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল পড়েছে জেলাজুড়ে। 

   যদিও বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, আমি এই নীতিতে বিশ্বাসী নই। কারা একথা বলেছে তা আপনারাই খোজ নিন।

    সূত্রের খবর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বলিপুকুরে দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করছিলেন গৌতম ঘনিষ্ঠ এলাকার ওই তৃণমূল নেতা সুবোধ দাস। যেখানে বক্তব্য রাখবার সময়ই এমন হুঁশিয়ারি দেন ওই তৃণমূলের জেলা নেতা। ভিডিওতে বলতে শোনা যায় তাদের ঘনিষ্ঠ লোকজন ছাড়া যেসব নেতা কর্মী সভায় যোগ দিতে যাবেন তাদের প্রত্যেকের গাড়ি অঞ্চলে অঞ্চলে আটকে দিতে হবে। যা নিয়ে স্থানীয় অঞ্চল নেতাদের একপ্রকার কড়া হুশিয়ারিও দেন জেলা তৃণমূলের ওই নেতা বলে অভিযোগ। তৃণমূল নেতা সুবোধ দাসের এমন হুশিয়ারির ভিডিও বার্তা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। যে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।

   ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা জানিয়েছেন, অভিষেক ব্যানার্জীর সভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। কারা এমন কথা বলেছে তা তার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here