মালদায় বন্যা ও বৃষ্টিতে ফসলের ক্ষতি 100 কোটি টাকার ওপরে। 22 হাজার হেক্টর জমির ফসল জলের তলায়।

0
476

মালদা:—-মালদায় বন্যা ও বৃষ্টিতে ফসলের ক্ষতি 100 কোটি টাকার ওপরে। 22 হাজার হেক্টর জমির ফসল জলের তলায়। সমস্যায় পড়েছেন মালদার চাষিরা। ক্ষতিপূরণের আশ্বাস মালদা জেলা পরিষদের। চলতি মরসুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও সমস্ত নদীর জল বাড়ার ফলে প্লাবিত হয়েছে মালদার 15 টি ব্লকের 22 হাজার হেক্টর জমির ফসল। ক্ষতির পরিমাণ 100 কোটিরও বেশি। ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালদার চাঁচোল 1ও 2, মানিকচক, রতুয়া 2, গাজোল ও বামন গোলা ব্লক। ধান ভুট্টা কলাই এর পাশাপাশি বন্যার জলে ভেসে গেছে সবজি চাষ ও। ঋণ নিয়ে চাষ করে বিপাকে চাষীরা। দুশ্চিন্তায় ঘুম উড়েছে মালদার চাষীদের।ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটিরও বেশি তা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল। তিনি বলেন সরকারি ভাবে চাষীদের সাহায্য করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here