বুনো হাতির দৌড়াত্মে নাজেহাল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বাসিন্দারা

0
507

আলিপুরদুয়ারঃ একপাল বুনো হাতির দৌড়াত্মে নাজেহাল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বাসিন্দারা।শুক্রবার রাতভর কুমারগ্রামের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি।তাতে বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে সঙ্গে বিঘের পর বিঘে কচি ধানের চারা সাবার করেছে ওই বুনোহাতি গুলি।শনিবার দিনের আলো ফুটতেই ওই দলটি অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি এলাকার একটি ধান খেতের পাশে জঙ্গল ঘেরা পুকুর পাড়ে আটকে পড়েছে।গোটা এলাকাটিকে ঘিরে রেখেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বনকর্মীরা।হাতের নাগালে বুনো হাতি দেখার জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।তাতেই হিমসিম দশা বনদপ্তরের।
হাতির দলটি এলাকার বাসিন্দাদের জমির ফসল ,কলা বাগান তছনছ করে দিয়েছে। কারো কারো বাড়ির টিউবওয়েল ভেঙে দিয়েছে। এলাকার বাসিন্দারা জানান হাতির দলটি যততত্র দাপিয়ে বেড়াচ্ছে হাতির হানায় রীতিমতো আতঙ্কিত আমরা। এই বিষয়ে বনদপ্তরের
ভল্কা রেঞ্জ অফিসার জানান যে আমরা হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here