দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর পুজোর মুখে অবশেষে আজ থেকে খুলে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগান

0
530

আলিপুরদুয়ার ঃদীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর পুজোর মুখে অবশেষে আজ থেকে খুলে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগান । গত 26 অক্টোবর ২০১৯ সালে বন্ধ হয়ে যায় এই দুটি চা বাগান। আর বাগান বন্ধ হবার ফলে কর্মহীন হয়ে পড়ে এই দুটি চা বাগানে কর্মরত প্রায় ৩২০০ শ্রমিক। যার ফলে এতগুলি শ্রমিক পরিবারের ভবিষ্যত অন্ধকারে ডুবে যায় । অবশেষে গতকাল ত্রিপাক্ষিক বৈঠকে কালচিনি ও রায়মাটাং চা বাগান খোলার সিদ্ধান্ত হয় । এবং সেই অনুযায়ী আজ থেকে খুলে গেল কালচিনি ও রায়মাটাং চা বাগান । পুজোর আগে ডুয়ার্সের এই দুটি চা বাগান খুলে যাওয়ায় খুশি এই দুটি চা বাগানে কর্মরত ৩২০০ শ্রমিক পরিবার । এই বিষয়ে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কালচিনি চা বাগান সম্পাদক ওমদাস লোহার জানান বাগান খোলাতে খুশি আমরা। ওমদাস লোহার জানান বিগত দশ বছরে বক্সা ডুয়ার্স কোম্পানি আট বার বাগান বন্ধ করেছে আর খুলেছে। আর এর ফলে মালিকের উপর শ্রমিকদের ভরসা উঠে গেছে । আমাদের দাবি এবার যেন সঠিক ভাবে কতৃপক্ষ বাগান পরিচালনা করে। এই বিষয়ে আর এস পি শ্রমিক নেতা গণেশ লামা জানান আমরা খুশি বাগান খোলায়। আমাদের দাবি চা শিল্প চলুক অন্যান্য শিল্পের মতো। ভালোমত পরিচালনা করুক মালিক কতৃপক্ষ এবং শ্রমিকদের বকেয়া সব শীঘ্র পরিশোধ করুক।


এই বিষয়ে বি টি ডাব্লু ইউ এর সভাপতি ফিরোজ গোয়ালা জানান যে বাগান খোলায় আমরা খুশি পুজোর আগে বাগান খোলাতে শ্রমিকরা ও খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here