গাজোলের আহরা এলাকায় অক্ষয় মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে এক পেপার বিক্রেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়

0
834

মালদা, সব্যসাচী মন্ডল:- গাজোলের আহরা এলাকায় অক্ষয় মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে এক পেপার বিক্রেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই পেপার বিক্রেতার নাম অখিল সরকার। বয়স ৪৫। বাড়ি ময়না নয়াপাড়া এলাকায়।জানা গেছে রবিবার ওই পেপার বিক্রেতা সাইকেলে করে ময়না থেকে পেপার বিক্রি করতে করতে ঘরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় রং রুট ধরে আসা একটি লাক্সারি বাস ওই সাইকেল-আরোহী পেপার বিক্রেতাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান মশাল দিঘী এলাকার পর থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে রয়েছে । কলকাতা থেকে রায়গঞ্জ গামী লাক্সারি বাস গুলি মশাল দিঘী থেকে রং রুটে ঢুকে পড়ছে রায়গঞ্জের উদ্দেশ্যে। যার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ।মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বেশ কিছু দাবি নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে থাকে।অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি প্রায় ১ ঘন্টা ধরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজট তৈরি হয় জাতীয় সড়কে।স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করতে হবে এবং পাশাপাশি রং রুটে গাড়ি যেন না ঢুকে সেই বিষয়টি নজর রাখতে হবে পুলিশকে। মৃত অখিল সরকারের বাড়িতে তার স্ত্রী ও দুই কন্যার রয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী মলয় সরকার, প্রদীপ মণ্ডল ,দয়াল সরকাররা জানান দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে রয়েছে । গাজোল কদুবাড়ি মোড় থেকে শুরু করে গাজোলের শেষ সীমান্ত দিনাজপুর পর্যন্ত । বেহাল রাস্তা থাকার কারণে বহু দুর্ঘটনা হচ্ছে। বিশেষ করে লাক্সারি বাস গুলি বেপরোয়াভাবে রং রুটে ঢুকে পরছে বেহাল রাস্তা কারণে। স্থানীয় বাসিন্দা দাবি তুলেছেন যাতে অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার হয়। এর জন্য বেশ কিছুক্ষণ এলাকাবাসীরা পথ অবরোধ করেছিল। অবশেষে পুলিশের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here