নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মে–––– দেশ জুড়ে করোনা মোকাবিলায় তৃতীয় পর্যায়ের লকডাউনে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিলি করল মহিলা পুলিশ কর্মীরা । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুলিশ লাইন এলাকায় সারিবদ্ধ ভাবে টেবিল খাটিয়ে সেখান থেকে চাল ডাল আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে । বালুরঘাটের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পুরুষ মহিলা সামাজিক দূরত্ব মেনে একে একে তা সংগ্রহ করেন । সঙ্কটের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মহিলা পুলিশ কর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী ।
মহিলা পুলিশের পক্ষ থেকে জে. দত্ত জানিয়েছেন, করোনার কঠিন পরিস্থিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সমান তালে কাজ করে চলেছে পুলিশ কর্মীরা । সঠিক ভাবে লকডাউন পালনে সব সময় কাজ করে চলেছেন প্রত্যেকেই । এদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চাল, ডাল প্রভৃতি খাদ্য সামগ্রী বিলি করা হয় ।