গঙ্গারামপুরের কেশবপুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো একটি ষাড়কে অভিযোগ উঠেছে ফাঁস লাগিয়ে খুন করে ধানের ক্ষেতে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। 

0
3329

 শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১মে দক্ষিণ দিনাজপুর: রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো একটি ষাড়কে গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন, ফাঁস লাগিয়ে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলে দেয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে। ঘটনার খবর পেয়েই সেখানে এলাকাবাসীরা ছুটে যান। তারা ঘটনার নিন্দা করে যারা এমন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান থেকে শুরু করে থানার পুলিস আধিকারিকেরাও সেখানে ছুটে যান। ছুটে যান প্রাণিসম্পদ দপ্তর এর কর্মীরাও। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত করা হয়েছে কিভাবে এই ষাড়টির মৃত্যু হয়েছে তা জানতে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুরের এলাকাবাসীরা জানিয়েছেন এই এলাকায় বহুদিন ধরেই একটি ষাড় বিভিন্ন সময়ে ঘুরে বেড়াত। শুক্রবার সকালে এলাকারি একটি ধান ক্ষেতের মধ্যে গলায় দড়ি লাগানো অবস্থায় মৃত্যু হওয়া ষাঁড়টি বলে তারা দেখতে পান বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ষাড়কে ধাওয়াতে দেখা গ্রামবাসী মৃদুল সরকার ও নারায়ণ সরকারেরা জানিয়েছেন আমরা কয়েকজন কে দেখেছি ষাড়টিকে ধাওয়া করতে।তবে দেখিনি কারা এমন কাণ্ড ঘটিয়েছে । তাদের কঠোর শাস্তির দাবী জানাই।         

দুই এলাকাবাসী মহাদেব সন্ন্যাসী, নিত্য সরকারেরা জানিয়েছেন, যারা এমন ঘটনার সঙ্গে যুক্ত থাক না কেন তাদের কঠোর শাস্তির দাবী জানাই।          

     ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ধীরেন্দ্রনাথ সরকার,জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকারসহ বিরাট পুলিশ বাহিনী। ছুটে আসে প্রাণিসম্পদ দপ্তর এর কর্মীরা।                                           

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ধীরেন্দ্রনাথ সরকার, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকারেরা জানিয়েছেন, যারা এমন কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সেটাই চাই।               

পরে সকল গ্রামবাসীদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনাস্থলেই প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা ওই ছাত্রীর মৃতদেহ ময়না তদন্ত করে তার সেখানে সৎকার্য করে দেওয়া হয়।     

 গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, ময়নাতদন্ত করা হয়েছে কিভাবে ওই ষাড়টির মৃত্যু হয়েছে তা জানতে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here